BCS Preliminary Analysis প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলা হয়?
উঃ প্যাথোজেনিক। প্রশ্নঃ ভেক্টর কী? উঃ যে সকল প্রাণী এক মানবদেহ থেকে জন্য
মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাদের ভোক্টর বলে। প্রশ্ন: বন্যার পর কোন রোগের
প্রাদুর্ভাব বেশি দেখা দেয়? উ: ডায়রিয়া। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায়
বিনামুলো কতটি SEP টিকা দেয়া হয়? প্রশ্ন: ডাক্তাররা কেন ডায়রিয়া রোগীকে বেশি
করে ডাব খাওয়ার | উঃ ১০টি। পরামর্শ দেন? ডাক্ষাৎ পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে
ফেলা। প্রশ্ন: কোনো বিষধর সাপ কামড় দিলে ক্ষতস্থান কেমন দেখায়? উঃ বড় বড় দুটি
দাঁতের দাগ থাকে। জন্ডিসের অন্যতম কারণ কী? 4 উঃ ভাবের পানিতে প্রচুর পরিমাণে
পটাশিয়াম থাকে যা ডায়রিয়া | উঃ হেপাটাইটিস গোত্রের ভাইরাস। রোগীর জন্য অনেক
উপকারী। প্রশ্ন: অ্যান্টিবায়োটিক কী? উ: যে ঔষুধ ব্যাক্টেরিয়া ধ্বংস করে তাকে
অ্যান্টিবায়োটিক বলে। প্রশ্ন: অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? আলোকজেন্ডার
ফ্লেমিং উঃ পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। প্রশ্ন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ঔষুধ
তৈরি হয় উ. ছত্রাক থেকে। প্রশ্নঃ তায়ালা কী? উ. এক প্রকার যৌন উত্তেজক ওষুধ। যার
আসল নাম হলো সিলডেনাফিল। ও চিকিৎসা প্রশ্নঃ বাংলাদেশে কত সালে পরিবার পরিকল্পনা
কর্মসূচি করা হয়? ১৯৭৬ সালে। প্রশ্ন: 'স্পিরুলিনা' কী? উঃ শৈবাল জাতীয় এক প্রকার
খাদ্য ও উন্মুখ। প্রশ্ন: স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন করটিল উঃ ১৩টি।
Analysis Series প্রশ্ন: ম্যালাইন কী? ট। সোডিয়াম ক্লোরোইডের ০.৯% জলীয় দ্রবণ।
প্রশ্ন: শরীরের কোনো স্থান পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করা উ. প্রথম ডোজ টিকা
নেওয়ার এক মাস পর দ্বিতীয়টি এবং প্রথম উচিত? ভোজ নেওয়ার দিন থেকে হয় মাস পর
তৃতীয় ডোজটি নিতে হ্যা। তিনটি ডোজ সম্পন্ন হওয়ার পর রক্ত পরীক্ষার মাধ্যমে
নিশ্চিত হতে হয় যে টিকা নেওয়ার ফলে রক্তে ভাইরাসের বিরুদ্ধে পর্যাপ্ত রোগপ্রতিরোধ
ক্ষমতা গড়ে উঠেছে কি না। তিনটি ডোজ সম্পন্ন হওয়ার পর পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা
গড়ে না উঠলে পাঁচ শতা পর চতুর্থ ডোজ (বুস্টার ডোজ) নিতে হয়। প্রশ্ন: কারা
'হেপাটাইটিস বি' এর টিকা নিতে পারে? জন্মের পর থেকে ৭০ বছর বয়স পর্যন্ত যে কেউ এই
টিকা নিতে পারে। তবে কেউ যদি পূর্বেই হেপাটাইটিস-বি রোগে প্রশ্ন: কোত্থেকে
আলোকজেন্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার | আক্রন্ত হয়ে যায় তাহলে সে আর
হেপাটাইটিস-বি টিকা নিতে পারবে না। আবার কোনো মায়ের হেপাটাইটিস-বি দেহে থাকলে ১২
ঘন্টার মধ্যে অর্থাৎ করেন? দ্রুত সম্ভব প্রশ্ন: ভূ-অভ্যন্তরের পানি ব্যবহারের
ক্ষতিকর নিক কী? উ: আর্সেনিক দূষণ। প্রশ্ন: আর্সেনিক দূষণের প্রধান কারণ কী?
-তাত্ত্বিক প্রশ্নঃ বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কবে চালু হয়? ১৯৭৯
সালে। প্রশ্ন। হেপাটাইটিস ভাইরাস কোথায় আক্রমণ করে? উ. লিভার বা যকৃতে। প্রশ্ন:
কখন, কীভাবে 'হেপাটাইটিস-বি’-এর টিকা নেয়া যায়? জ্যাকসিন ও এইচ. বি.আই.জি (HBIG)
শট দিতে হবে। জন্ডিস বা হেপাটাইটিস এর কারণ কি? G Hepatitis A, B, C, D, E virus.
প্রশ্নঃ কোন হেপাটাইটিস ভাইরাস বেশি খারাপ? হেপাটাইটিস-C হেপাটাইটিস-B. Hepatitis)
এর জন্য দায়ী । প্রশ্ন: খাদ্য, পানির মাধ্যমে ছড়ায় কোন হেপাটাইটিস ভাইরাস?
(Chronic 6: Hepatitis -A, Hepatitis-E প্রশ্ন: রক্ত, যৌন সংগমের মাধ্যমে ছাড়ায়
কোন Hepatitis তাই হাসা Hepatitis B, C, D, [] Chronic Hepatitis হলে ক্ষতি কী হয়
উত্তরঃ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যেতে পারে।
Tags
প্রশ্ন-উত্তর